
নিজস্ব প্রতিবেদন ঃ মানবিক ও সামাজিক কর্মসূচিতে শিলিগুড়ি পুরসভা। অন্তত বৃহস্পতিবার পুরসভার প্রশাসকমন্ডলী সে কাজটিই করে দেখালো।এদিন শিলিগুড়ি পুরসভার এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা বিশেষ চাহিদাসম্পন্ন উমেশ গুপ্তার চলার পথকে সুগম করতে শিলিগুড়ি পুর সভার পক্ষ থেকে একটি ট্রাই সাইকেল প্রদান করা হয়। পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব সেই ট্রাই সাইকেলটি তুলে দেন। অনুষ্ঠানে পুরসভার প্রশাসকমন্ডলীর সদস্য রঞ্জন সরকারও উপস্থিত ছিলেন। রঞ্জনবাবু জানিয়েছেন, আরও কোনও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি এরকম ট্রাই সাইকেলের জন্য পুরসভার কাছে আবেদন জানালে তাঁরা অবশ্যই তাঁর পাশে থাকবেন।
