
নিজস্ব প্রতিবেদন ঃ শুধু করোনা আক্রান্তদের বিনা ভাড়ায় নিজের টোটোতে চাপিয়ে হাসপাতালে পৌঁছে দেওয়া ই নয়, আরও অন্যান্য সামাজিক কাজ নিয়মিত চালিয়ে যাচ্ছেন শিলিগুড়ি শক্তিগড়ের ব্যতিক্রমী টোটো চালক মুনমুন সরকার। রবিবার মুনমুনদেবী কাওয়াখালির আপনাঘর বৃদ্ধাশ্রমে বৃক্ষরোপন করেন। শিলিগুড়ি রবীন্দ্রনগরের মনন সংস্থার তরফে অঞ্জনা গুহ গাছগুলো মুনমুনদেবীর হাতে তুলে দেন। এরপর মুনমুনদেবী সেসব বৃদ্ধাশ্রমে গিয়ে রোপন করেন। এরআগেও মুনমুনদেবী এরকম বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছেন।
