
নিজস্ব প্রতিবেদন ঃ ২৬শে সেপ্টেম্বর ছিল পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০২তম জন্মজয়ন্তী। তাঁর জন্ম জয়ন্তী উপলক্ষে রবিবার শিলিগুড়ি পুরসভার পক্ষ থেকে কলেজ পাড়ার চিলড্রেন পার্কে অবস্থিত বিদ্যাসাগরের মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। বিদ্যাসাগরের মূর্তিতে মাল্য দানের মাধ্য দিয়ে এই দিনটির উদযাপন করেন শিলিগুড়ি পৌর সভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব। পাশাপাশি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য রঞ্জন সরকার, কমিশনার সোনম ওয়াংদী ভুটিয়া সহ অন্যান্য সদস্যরা। বিদ্যাসাগরের জন্মজয়ন্তীর পাশাপাশি পুরসভার পক্ষ থেকে চিলড্রেনস পার্কের যে সৌন্দর্যায়নের কাজ করা হয়েছে তারও শুভ উদ্বোধন করেন গৌতমবাবু।
ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উপলক্ষ্যে তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ের শিক্ষক কক্ষের শুভ দ্বারোদ্ঘাটনও হয় এদিন ।
