রংতুলিতে শিলিগুড়ির বালাসন এবার মুম্বাইতে

নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়িঃ শিলিগুড়ি মহকুমায় মহানন্দার পরই একটি গুরুত্বপূর্ণ নদী বালাসন। পাহাড় থেকে নেমে আসার পর তরাইয়ের একটা অংশে একে ঘিরে কর্মসংস্থান ও সংস্কৃতি গড়ে উঠেছে। আর দিনের পর দিন এই বিষয়টি নজরে রেখে এক অন্যরকম শিল্প কর্ম রং তুলির সাহায্যে একেছেন শিলিগুড়ি সুভাষ পল্লীর চিত্র শিল্পী গোপিনাথ সাহা।সেই সব ছবি নিয়ে এবারে মুম্বাইতে চিত্র প্রদর্শনীর আয়োজন করতে চলেছেন তিনি।আগামী ১২ থেকে ১৭ নভেম্বর মুম্বাইয়ের বাজাজ কমল নারায়ন হলে সেই প্রদর্শনী হতে চলেছে। তবে সেই প্রদর্শনী হওয়ার আগে শনিবার বিকালে শিলিগুড়ি সুভাষপল্লীর মিলন মন্দির রোডে গোপিনাথবাবু চিত্রশিল্পবিষয়ক এক আলোচনা সভার আয়োজন করেছেন। তাতে অধ্যাপক ডঃ তাপস চট্টোপাধ্যায় ছাড়াও লেখক বিপুল দাস, সব্জিবন দত্তরায়, অসিত খাসনবিশ প্রমুখ উপস্থিত থাকার কথা।
বহুদিন ধরে ছবি আকার জগতে নিজেকে ডুবিয়ে রেখেছেন গোপিনাথবাবু।বিভিন্ন স্থানে তার ছাত্রছাত্রী ছড়িয়ে রয়েছে। তার একক চিত্র প্রদর্শনী এর আগে দিল্লি ও কলকাতায় হয়েছে। তবে মুম্বাইতে এবারই প্রথম তা হতে চলেছে। তিনি বলেন,বালাসন নদী অনেকদিন ধরে দেখছি। নদী তার উৎপত্তি থেকে পাথর নিয়ে নিচুতে নামছে। আর নিচে নামার পরেই তার বালিপাথর ঘিরে জীবিকা শুরু হয়।পাথর ভাঙা, পাথর তোলা ঘিরে তাদের একরকম সাংস্কৃতিক জীবন গড়ে উঠেছে। একটু ওপরের দিকে আবার আদিবাসীদের সাংস্কৃতিক জীবন। আর সমগ্র বিষয়টি রং তুলির সাহায্যে অন্যরকমভাবে ফুটিয়ে তুলেছেন গোপিনাথবাবু। পুরোটাই তিনি এখন তার প্রদর্শনীতে ফুটিয়ে তোলার চেষ্টায় মেতেছেন। তার বিশ্বাস, মুম্বাইয়ের কলা ও সংস্কৃতিপ্রেমী মানুষ এটা ভালোভাবেই নেবেন।