মানবিক ভাবনায় হেল্পিং হ্যান্ড, ব্যতিক্রমী কাজে সত্যনারায়ন আগরওয়ালা

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি শেঠ শ্রীলাল মার্কেটের ব্যবসায়ী সত্যনারায়ন আগরওয়ালা নিজে একজন বিশেষ চাহিদাসম্পন্ন। তাঁর দুটি পা অসাড়। কিন্তু এই প্রতিবন্ধকতা কাটিয়ে তিনি অসহায় গরিব মানুষের পাশে থাকছেন বিভিন্ন সময়। তিনি নিজেই গঠন করেছেন হেল্পিং হ্যান্ডস। মঙ্গলবার শিলিগুড়ি দেশবন্ধু পাড়ার এক অসহায় মহিলাকে তিনি দুমাসের রেশন বা খাদ্য সামগ্রী তুলে দিলেন। ওই মহিলার স্বামী অসুস্থ ছয় মাস ধরে। শেঠ শ্রীলাল মার্কেট ব্যবসায়ী সমিতির তরফে সমাজসেবী খোকন ভট্টাচার্য এদিন এই মানবিক কাজের জন্য তারিফ করেন হেল্পিং হ্যান্ডকে