নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়িঃ অনেকের ঘরে পুরানো অথচ অনেক ভালো জিনিস আছে। যেমন,টিভিটা। পুরানো ভালো টিভিটা ছেড়ে ঘরে নতুন টিভি নিয়ে এলেন। অথচ পুরানো টিভিটা ঘরে রয়েই গেলো। কিন্তু কি করবেন পুরানো টিভিটা ঘরে রেখে।ফেলেও দিতে পারছেন না। শুধু টিভি কেন,পুরানো জামাকাপড় থেকে বাসনপত্র, জুতো,খেলনা এরকম অনেক পুরানো ভালো জিনিস ঘরে ফেলে রেখে ঘরকে ভর্তি করে রেখেছেন।ঘরে নেই জায়গা। অথচ আপনার পুরানো ভালো জিনিস ব্যবহার করে অনেক পিছিয়ে পড়া মানুষের উপকার হতে পারে। তাই এই পিছিয়ে পড়াদের কথা চিন্তা করে এবার অন্যরকম প্রয়াস নেওয়া শুরু করলো শিলিগুড়ি হিলকার্ট রোড ব্যবসায়ী সমিতি। এই সংগঠন তৈরি করেছে হিলকার্ট রোড ব্যবসায়ী সমিতি সেবা দেওয়াল। যার যুগ্ম চেয়ারম্যান হয়েছেন সুরেশ সিনহল এবং কর্নজিৎ বসু। এই সেবা দেওয়ালের একটি কমিটি তৈরি হয়েছে। তারা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা সহ অন্যদের কাছ থেকে আপনার ঘরের পুরানো ভালো জিনিসটি সংগ্রহ করতে চায়।তারপর আগামী ২৬ ও ২৭ জানুয়ারি হিলকার্ট রোডে শিবির করে তুলে দিতে চায় পিছিয়ে পড়াদের হাতে। এ এক অন্যরকম সামাজিক ও মানবিক কাজ। ওই দুদিন পিয়ারলেস ভবনের উল্টোদিকে ১০০ ফুট বাই ২০০ ফুটের বিশেষ প্যান্ডেল তৈরি করা হবে কাপড়ের। সেখানে সব তাক থাকবে। সেসব তাকে আপনার দেওয়া পুরানো ভালো জিনিসটা সাজানো থাকবে থরে থরে। তা দেখে পিছিয়ে পড়ারা তাদের পছন্দের যে কোনও দুটি জিনিস বিনে পয়সায় বাড়ি নিয়ে যেতে পারে কূপন দেখিয়ে। কূপন ইস্যু করবে সমিতির ওই কমিটি। পিছিয়ে পড়াদের মনে হাসি ফোটাতে তাদের এ এক অন্যরকম প্রয়াস বলে সমিতির সভাপতি তিলক চাঁদ আগরওয়ালা এবং সম্পাদক সনৎ ভৌমিক জানিয়েছেন। এই প্রকল্পের যুগ্ম চেয়ারম্যান সুরেশ সিনহল জানালেন, যারা জামাকাপড় দেবেন তা যেন ছেঁড়াফাটা না হয়। আর পুরানো জামাকাপড় অবশ্যই ধুয়ে দেবেন।সমাজে পিছিয়ে পড়াদের অনেকে একটা টিভি পর্যন্ত কিনতে পারেন না। অথচ অনেকের বাড়িতে তা পড়ে থেকে নস্ট হয়ে যায়।অনেকের শিশু খেলনার অভাবে খেলতে পারে না। কারও ঘরে পড়ে থাকে পুরানো খেলনা বহু পিছিয়ে পড়া পরিবারের শিশুদের মুখে হাসি ফোটাতে পারে। এ এক অন্যরকম ভাবনা। তাই সকলকে এগিয়ে আসার আবেদন জানাচ্ছেন সুরেশবাবুরা। এ সমাজের পিছিয়ে পড়ারা হাসিতে থাকলে সমাজের সবাই হাসবেন।