বাড়ি বাড়ি পানীয় জল আলিপুরদুয়ারে

নিজস্ব প্রতিবেদন ঃ রাজ‍্য সরকারের জলস্বপ্ন প্রকল্পের মাধ‍্যমে আলিপুরদুয়ার জেলায় খুব শীঘ্রই বাড়ি পানীয় জল পৌছে দেবার কাজ শুরু হচ্ছে । বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্সকন‍্যাতে জলস্বপ্ন প্রকল্প নিয়ে প্রশাসনিক বৈঠক আয়োজিত হয় । এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, আলিপুরদুয়ার জেলাপরিষদের সভাধিপতি শীলা দাস সরকার সহ প্রশাসনের আধিকারিকরা। আলিপুরদুয়ার জেলাপরিষদের সভাধিপতি শীলা দাস সরকার জানান আলিপুরদুয়ার জেলার প্রথমে ১৯ টি গ্ৰামে এই প্রকল্পের মাধ‍্যমে বাড়ি বাড়ি জল পৌছে দেবার কাজ চলবে। পরবর্তীতে অন‍্যান‍্য গ্ৰামেও এই প্রকল্পের মাধ‍্যমে কাজ হবে।