জলেশ্বরী বাজারে মর্মান্তিক দুর্ঘটনা, এলাকা পরিদর্শনে পুলিশ কমিশনার এবং সাংসদ

নিজস্ব প্রতিবেদন ঃ বৃহস্পতিবার শিলিগুড়ি জলেশ্বরী বাজারে মর্মান্তিক দূর্ঘটনায় চার জনের মৃত্যু হয়। বৃহস্পতিবার রাতে দূর্ঘটনার পর শুক্রবার বাজার বন্ধ রাখে জলেশ্বরী বাজার কমিটি। সকালে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। আহত ও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ারও দাবি ওঠে। সকালে এলাকা পরিদর্শনে যান শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা সহ অন্যান্যরা। অন্যদিকে আহতদের সাথে দেখা করে হাসপাতালের সুপারের সাথে কথা বলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়। পুলিশ কমিশনার ট্রাফিক নিয়ন্ত্রণ সহ আলোর ব্যবস্থা ও সিসিটিভি বসানোর ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন। কোনো পুলিশ এবং ওভারলোডিং গাড়ির বিরুদ্ধে অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি । স্থানীয় বাসিন্দারা বলছেন, ব্যস্ত রাস্তার গা ঘেঁষে সেখানে বাজার বসে। আর অতীতে সেখানে বহু বার পথ দুর্ঘটনা ঘটেছে এবং অনেকের মৃত্যু হয়েছে। কাজেই এলাকাটিকে অতি স্পর্শকাতর স্থান হিসাবে চিহ্নিত করে দুর্ঘটনা প্রতিরোধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রশাসনকে।