
নিজস্ব প্রতিবেদন ঃ শুক্রবার এনজেপি জি আর পির উদ্যোগে এনজেপি রেল স্টেশনের প্লাটফর্মে রক্ত দান শিবির অনুষ্ঠিত হয়। ওয়েস্টবেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এই রক্ত দান শিবির আয়োজনে সহযোগিতা করে। বহু পুলিশ কর্মী সেখানে মানবিক মুখ নিয়ে রক্ত দানে এগিয়ে আসেন।এমনকি বিহার থেকে আসা এক রেল যাত্রীও সেখানে রক্ত দান করেন।
