শুরু হলো বড় দিনের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদন ঃ শুরু হলো বড় দিনের প্রস্তুতি। শুক্রবার শিলিগুড়ি দাগাপুর ফুটবল গ্রাউন্ডে শুরু হয়েছে বিশেষ প্রার্থনা অনুষ্ঠান। ২৭ নভেম্বর পর্যন্ত এই অনুষ্ঠান চলবে।শিলিগুড়ি ইউনাইটেড ক্রিশ্চান ফোরাম এই অনুষ্ঠানের আয়োজক।সংস্থার তরফে সমাজসেবী কৌস্তভ দত্ত জানিয়েছেন, এই অনুষ্ঠানের মাধ্যমে শান্তির প্রার্থনা করা হচ্ছে। সকলের মঙ্গল কামনায় এই প্রার্থনা অনুষ্ঠানের মাধ্যমে প্রভু যীশুর কাছে প্রার্থনা করা হচ্ছে। বিভিন্ন চার্চ থেকে খ্রীষ্টান ধর্মাবলম্বীরা সেখানে যোগ দিয়েছেন।