কুয়াশার মরশুমে ট্রেন চলাচলে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের

নিজস্ব প্রতিবেদন:
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে কুয়াশা ও প্রতিকূল আবহাওয়ার সময়ে ট্রেন চলাচল নিরাপদ রাখতে একাধিক বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন এন এফ রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা। যাত্রীদের সুরক্ষা ও সময়ানুবর্তিতা বজায় রাখতে আধুনিক প্রযুক্তি ও নজরদারি ব্যবস্থার উপর গুরুত্ব দিচ্ছে রেল কর্তৃপক্ষ।
এন এফ রেলওয়ের তরফে
বিবৃতিতে জানানো হয়েছে, কুয়াশার সময় দৃশ্যমানতা কমে যাওয়ার সমস্যা মোকাবিলায় লোকোমোটিভে উন্নত ফগ সেফ ডিভাইস স্থাপন করা হয়েছে, যাতে চালকেরা সংকেত ও রুটের অবস্থা সঠিকভাবে নির্ণয় করতে পারেন। পাশাপাশি আপগ্রেড করা সিগন্যালিং সিস্টেম চালু করা হয়েছে, যার ফলে দুর্ঘটনার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে কমবে।

রেল লাইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে উচ্চ ক্ষমতাসম্পন্ন এলইডি সিগন্যাল লাইট, রিফ্লেক্টিভ মার্কার এবং বিশেষ হার্ডওয়্যার বসানো হয়েছে। স্টেশনসমূহেও নিয়ন্ত্রণ কক্ষ আরও শক্তিশালী করা হয়েছে এবং অতিরিক্ত কর্মী মোতায়েন করা হয়েছে, যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

লোকো পাইলট, সহকারী চালক ও গার্ডদের জন্য বিশেষ প্রশিক্ষণ ও রিফ্রেশার কোর্সের আয়োজন করা হয়েছে। কুয়াশার সময় ট্রেন পরিচালনায় কীভাবে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে, সে বিষয়ে বিস্তারিত নির্দেশনাও দেওয়া হয়েছে।

সিইও কপিঞ্জল কিশোর শর্মা আরও জানিয়েছেন, “যাত্রীদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। কুয়াশার প্রভাব মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ও পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যাতে ট্রেন চলাচল নিরাপদ ও নির্ভরযোগ্য থাকে।”

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে যাত্রীদেরও সতর্ক থাকার এবং রেল কর্তৃপক্ষের জারি করা নির্দেশিকা মেনে চলার আহ্বান জানিয়েছে।