বড় দিনের সন্ধ্যায় শিলিগুড়িতে পুর্নজন্ম হল লিটল ম্যাগাজিন পান্ডুলিপির

নিজস্ব প্রতিবেদন ঃ যীশু খ্রীষ্টের পুর্নজন্ম হয়েছিল বলে বিশ্বাস করা হয়। ঠিক সেই ভাবনার কথা মনে করেই শনিবার ২৫শে ডিসেম্বর বড় দিনের দিন শিলিগুড়ি শহরে পুর্নজন্ম হল লিটল ম্যাগাজিন পান্ডুলিপির। আশির দশকে এই পান্ডুলিপি প্রকাশিত হয়েছিল শিলিগুড়িতে। প্রকাশক ছিলেন মনোজ রাউত।একটি সংখ্যা প্রকাশিত হওয়ার পরই তা বন্ধ হয়ে যায়। সেই পাণ্ডুলিপির আবার পুর্নজন্ম হল অর্পিতা রায়চৌধুরীর হাত ধরে। শিলিগুড়ি নবীন সেন রোড নিবাসী অর্পিতাকে এই লিটন ম্যাগাজিন প্রকাশনায় বিশেষ ভাবে উৎসাহিত করেছেন লেখক গৌতম বসু। গৌতমবাবু একসময় এই পান্ডুলিপি প্রকাশনায় যুক্ত ছিলেন সাহিত্য সৃজনের মাধ্যমে। সেই পান্ডুলিপির পুর্নজন্ম হল বড় দিনের দিন।কেক কেটে পত্রিকার আবরন উন্মোচনের মাধ্যমে শনিবার বিকালে ছোট্ট কিন্তু সুন্দর ঘরোয়া অনুষ্ঠান হয় নবীন সেন রোডে। অর্পিতার বাবা অসীম রায়চৌধুরীও তাঁর একমাত্র কন্যাকে এই সৃজন কাজে উৎসাহিত করেছেন। অর্পিতা যেমন কবিতা লেখেন তেমনই লিখতে পারেন গল্পও।পত্রিকার উপদেষ্টামন্ডলীতে রয়েছেন গৌতম বসু ছাড়াও অশোক রায় চৌধুরী। প্রকাশক শাশ্বতী রায় চৌধুরী। অর্পিতা ছাড়াও পান্ডুলিপি পরিবারের অন্য সদস্যরা হলেন সহ সম্পাদিকা সোনা বসু, শাশ্বতী রায় চৌধুরী, মধুছন্দা রায় চৌধুরী, সমাপ্তি মিত্র, সোমা ঘোষ এবং কৃষ্ণা অধিকারী।