
নিজস্ব প্রতিবেদন ঃ অবশেষে কাটতে চলেছে মাদারিহাট বীরপাড়া ব্লকের রামঝোরা চা বাগানের অচলাবস্থা। বৃহস্পতিবারের ত্রিপাক্ষিক বৈঠকে মিলল সমাধান সূত্র। শিলিগুড়িতে অবস্থিত যুগ্ম লেবার কমিশনারের দফতরে বৃহস্পতিবারের বৈঠকে সিদ্ধান্ত হয় বাগান খোলার। শ্রমিক স্বার্থে বন্ধ বাগান তাড়াতাড়ি খোলার জন্য জেলাশাসকের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস পরিচালিত চা শ্রমিক সংগঠন।শুক্রবার থেকে নিয়ম মেনে কাজ হবে রামঝোরা বাগানে বলে জানিয়েছেন তৃণমূল চা বাগান শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরেন্দ্র বারা ওঁরাও।
