ইউক্রেনে আটকে অনেকেই, যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে প্রান বাঁচিয়ে ফিরলেন নকশালবাড়ির ছাত্র

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ির বাসিন্দা যুবরাজ মিশ্র ডাক্তারি পড়তে ইউক্রেন গিয়েছিলেন ।কিন্তু কিছু দিন ধরে সেখানে ওখানে যুদ্ধকালীন পরিস্থিতি চলছে । আগাগোড়াই সবার ঘরে ফিরে আসার তত্ত্বাবধানে ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব । রবিবার যুবরাজ মিশ্র নিজের বাসভবনে ফিরেছেন ।এদিন সেই ছাত্র এবং তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেছেন গৌতমবাবু । রাজ্য সরকারের পক্ষ থেকে বাকি সবাইকে ফিরিয়ে আনার যথাসাধ্য চেষ্টা করা হবে বলেও মেয়র জানিয়েছেন। অপরদিকে
ইউক্রেনে যুদ্ধকালীন পরিস্থিতিতে ওখানে আটকে আছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ । শিলিগুড়ি পুরসভার চার নম্বর ওয়ার্ডের মহানন্দা পাড়ার বাসিন্দা ডাক্তারি পড়তে যাওয়া ছাত্রী রাইকমল বসুও তারই মধ্যে একজন । যথেষ্ট উদ্বেগে রয়েছে তার পরিবার। তার পরিবারের সদস্যদের সাথে রবিবার কথা বলেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব । রাজ্য সরকারের পক্ষ থেকে তাকে ফিরিয়ে আনার যথাসাধ্য চেষ্টা করা হবে বলে গৌতমবাবু জানিয়েছেন।