আনন্দময়ী কালিবাড়ি চত্বরে রক্তদান এবং ব্যাগ ভেন্ডিং মেশিনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদন ঃ গত ২২শে ফেব্রুয়ারী স্বাধীনতা সংগ্রামী চারন কবি মুকুন্দ দাসের জন্মদিন ছিলো। পরাধীন ভারতে শিলিগুড়ির ঐতিহ্যমন্ডিত আনন্দময়ী কালিবাড়ি প্রতিষ্ঠায় চারনকবি বিরাট ভূমিকা পালন করেছিলেন।সেই চারনকবির জন্মদিনকে উপলক্ষ করেই রবিবার ২৬শে ফেব্রুয়ারি শিলিগুড়ি আনন্দময়ী কালিবাড়ি চত্বরে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেই রক্ত দান শিবিরে এদিন বহু মহিলাও রক্তদান করেন। স্বেচ্ছাসেবী সংস্থা মুক্তধারা ফাউন্ডেশনের তরফে কাবেরি চন্দ সরকার ছাড়াও অন্যরা সেখানে রক্তদান করেন। এদিন কালিবাড়ি চত্বরে অটোমেটিক ব্যাগ ভেন্ডিং মেশিনেরও উদ্বোধন হয়। মেয়র গৌতম দেব সেই মেশিনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকারও উপস্থিত ছিলেন। ইনার হুইল ক্লাব অফ শিলিগুড়ি মিডটাউন ওই মেশিনটি দান করেছে আনন্দময়ী কালিবাড়িকে।আনন্দময়ী কালিবাড়ির সাধারণ সম্পাদক ভাস্কর বিশ্বাস জানিয়েছেন, তাঁরা শীঘ্রই কালিবাড়ি চত্বরে প্লাস্টিক ব্যাগ নিয়ে প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করবেন।পরিবেশ দূষণ ঠেকাতে প্লাস্টিক ক্যারিব্যাগ বন্ধ করার ভাবনা থেকে তাঁরা এই ব্যাগ ভেন্ডিং মেশিন বসানোর উদ্যোগ নেন।সেই মেশিনে কয়েন ফেললেই অটোমেটিক মেশিন থেকে কাপড়ের ব্যাগ বের হবে। ভাস্করবাবু বলেন,এরকম মেশিন শহরের বিভিন্ন প্রান্তে যদি বসে এবং সবাই মিলে প্লাস্টিক ক্যারিব্যাগের বিরুদ্ধে আওয়াজ তোলেন তবে নিশ্চয়ই পরিবেশের জন্য মঙ্গল হবে। এদিন ওই অনুষ্ঠানে ইনার হুইল ক্লাব অফ শিলিগুড়ি মিডটাউনের সদস্যরা ছাড়া আনন্দমার্গ প্রচারক সংঘের দুই সন্ন্যাসীও উপস্থিত ছিলেন। তরুন সমাজসেবী অভিজিৎ দাস মেশিনটি বসানোর জন্য যোগাযোগরক্ষাকারীর ভূমিকা নেন।