
নিজস্ব প্রতিবেদনঃ জিটোয়েন্টির প্রচারে শিলিগুড়িতে শোভাযাত্রা করল বেসরকারি স্কুল গুলো।
এবছর G20র বৈঠক চলতি বছরের এপ্রিল মাসের প্রথম সপ্তাহে শিলিগুড়িতেই হতে পারে। শিলিগুড়িতে জি টোয়েন্টির প্রচার ও প্রসারের দায়িত্ব পেয়েছে শিলিগুড়ির বেসরকারি স্কুল গুলো। রবিবার শিলিগুড়ির বাঘাযতীন ময়দানের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় এরই প্রচারে। এই বর্ণাঢ্য শোভাযাত্রাটি শিলিগুড়ি শহরে হাসমি চক হয়ে মহাত্মা গান্ধী চকে গিয়ে শেষ করা হয়। এই শোভাযাত্রাতে শিলিগুড়ির বেশ কয়েকটি বেসরকারি স্কুলের ছাত্র-ছাত্রীরা সহ শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেন।
ডাক্তার শ্যামসুন্দর আগরওয়াল বলেন,
২০২৩ সালে জি-২০ নেতৃবর্গের সম্মেলন আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারত। যা বৈদেশিক সম্পর্ক বা আন্তর্জাতিক কূটনৈতিকতার ক্ষেত্রে ভারতের অবস্থানের প্রেক্ষিতে বিশেষ সূচক। এক বছর ভারত এই মর্যাদা পাবে। শিক্ষা সংগঠন থেকে একটি বিশেষ সূচনা দেওয়া হয় যে গত বছরের ১লা ডিসেম্বর থেকে এই সময়পর্ব শুরু হয়েছে যা শেষ হবে ২০২৩ সালের ৩০শে নভেম্বর। এবং দেশজুড়ে অন্ততপক্ষে ২০০টি মিটিংয়ের আয়োজন ভারত করতে পারবে । ১৯টি উন্নত এবং উন্নয়নশীল দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের গোষ্ঠীনেতৃত্বকে কাজে লাগিয়ে শিল্প-বাণিজ্য, শক্তি-নিরাপত্তা, অর্থনীতির বিভিন্ন দিকে জাতীয় স্বার্থ আদায় করে নেওয়াটা ভারতের বিদেশনীতিতে অগ্রাধিকার পাবে বলেই মনে করা হচ্ছে।তাই উত্তরবঙ্গ জুড়ে প্রায় ৮০টি সিবিএসসি স্কুল তাদের সংগঠন নিয়ে আজ একটি শোভাযাত্রা আয়োজন করে। আজ এই বর্ণাঢ্য শোভাযাত্রায় শিলিগুড়ির মোট ৩০টি স্কুল অংশগ্রহণ করেছে।
