ভিক্ষাবৃত্তি ছাড়ানো হলো এই বৃদ্ধার

নিজস্ব প্রতিবেদন ঃ দীর্ঘ দশ বছর ধরে ভিক্ষাবৃত্তি করে শিলিগুড়ি পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের টিকিয়াপাড়াতে ঘর ভাড়া নিয়ে বসবাস করছিলেন পুরনো দিনহাটার আশিবছরের বৃদ্ধা ফুলমনি।তার পরিবার বলতে কেউ নেই,কিছু ভিটে ছিলো কোচবিহার জেলার দিনহাটাতে. অযাচিত লোকজোনের আনাগোনায় অতিষ্ঠ হয়ে ভিটে ছেড়ে শিলিগুড়িতে এসে ভিক্ষাবৃত্তি শুরু করেন। সাড়েসাত্স টাকার ভাড়া ঘরে একাকী থাকতে থাকতেই অযত্নে ঘা নিয়ে অচল শরীরে পড়েছিলেন।কয়েকদিন আগে সমাজকর্মী ও টেবিল টেনিস প্রশিক্ষক ভারতি ঘোষের থেকে সব জেনে ও ভারতীদেবীর অনুরোধে বৃদ্ধার কাছে তাঁর ভাড়া বাড়িতে যান দার্জিলিং ডিস্ট্রিক্ট লিগ্যাল এইড ফোরামের সভাপতি অমিত সরকার ও সদস্যরা। তারপর ভিক্ষাবৃত্তি ছাড়িয়ে ওই বৃদ্ধার সমস্ত চিকিৎসা এবং থাকা খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। শিলিগুড়ি ইউনিক সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের দু টাকার এম্বুলেন্সে কোরে শিলিগুড়ির অদূরে একটি বৃদ্ধাশ্রমে রাখার ব্যবস্থা করা হলো ওই বৃদ্ধাকে। ফোরামের সভাপতি অমিত সরকার জানান, সমাজপরিত্যক্তা আশি বছরের ওই বৃদ্ধার দিনহাটার ফেলে আসা ভিটে উদ্ধার কোরে তাঁকে নিজ ভিটেতে ফিরিয়ে দিতে সমস্ত সমাজভিত্তিক আইনি ব্যবস্থা করা হবে যাতে জীবনের শেষ দিনগুলোতে নিরাপদে সমাজের মূল স্রোতে থেকে পরিপূর্ণ জীবন কাটাতে পারেন তিনি.