
নিজস্ব প্রতিবেদন ঃ আগামী ২৮শে এপ্রিল পঞ্চমতম আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হতে চলেছে। তাতে
ভারত থেকে ৩০জন খেলোয়াড় অংশগ্রহণ করতে চলেছে।বুধবার শিলিগুড়িতে সাংবাদিকদের এমন তথ্যই জানালেন সংস্থার সদস্যরা। নেপালের ঝাপাতে ২৮ থেকে ৩০শে এপ্রিল ওই যোগা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে।মহিলা এবং পুরুষ মিলিয়ে ছয়টি বিভাগে খেলা হবে।সারা ভারত থেকে ৩০জন যার মধ্যে উত্তরবঙ্গ থেকে ১৫জন খেলোয়াড় এই আন্তর্জাতিক খেলায় অংশ নেবে। এদিন ভারতীয় দলের প্রশিক্ষক শিব হাজরা বলেন, যোগা চ্যাম্পিয়নশিপে উত্তরবঙ্গের ফল অনেকটাই ভালো। আমরা সরকারের কাছে অনুরোধ করছি ষষ্ঠ যোগা চ্যাম্পিয়নশিপ শিলিগুড়িতে আয়োজনের জন্য।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —