দীনবন্ধু মঞ্চে কথা,কবিতা, শ্রুতি নাটক ও সঙ্গীত সন্ধ্যা

অনিন্দিতা চট্টোপাধ্যায় :বুধবার সখ্য ও বিভোর নিবেদিত কথা কবিতা, শ্রুতি নাটক এবং সঙ্গীত সন্ধ্যার অনুষ্ঠান বেশ জমে ওঠে শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিখ্যাত সংগীত পরিচালক কলকাতা থেকে আগত পুলক সরকার, পন্ডিত সেতার বাদক দেবপ্রতীম রায়, সঙ্গীত গুরু আশীষ ব্যানার্জী, শিলিগুড়ি গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা অত্যুহা বাগচীজ প্রমুখ। তার সঙ্গে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি দূরদর্শনের ডিরেক্টর

যোগেনবাবু।গুনীজনদের উপস্থিতিতে দীনবন্ধু মঞ্চের পরিবেশ বেশ সুন্দর হয়ে ওঠে। খবরের ঘন্টার সংবাদ পাঠিকা নন্দিতা ভৌমিকও অনুষ্ঠানে অংশ নেন।অনিন্দিতা চ্যাটার্জীর একটি প্রতিবেদন

বিস্তারিত দেখুন নিচের লিঙ্কে —