
নন্দিতা ভৌমিক ঃ শিলিগুড়ি সুভাষ পল্লীতে রয়েছে কলাশ্রী সঙ্গীত ও তবলা বাদ্য শিক্ষা কেন্দ্র। সেই শিক্ষা কেন্দ্রের বার্ষিক অনুষ্ঠান মঙ্গলবার অনুষ্ঠিত হয় শিলিগুড়ি তথ্য কেন্দ্রের দীনবন্ধু মঞ্চে।শুরু থেকে শেষ পর্যন্ত ওই শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীরা সুন্দরভাবে সমগ্র অনুষ্ঠান পরিচালনা করে।সেই শিক্ষা কেন্দ্রের তরফে ঝুমা সাহা চক্রবর্তী এবং প্রলয় সাহা জানিয়েছেন,সঙ্গীত শিক্ষার সঙ্গে তারা যত্ন সহকারে তবলাও শিখিয়ে চলেছেন।এখানে শিক্ষা গ্রহণ করে অনেকেই বেশ উন্নতি করেছেন।শিক্ষা কেন্দ্রের ছাত্রীরাও অনুষ্ঠান নিয়ে অনেক কথা জানালেন। সবচেয়ে বড় কথা, এই শিক্ষা কেন্দ্র সুন্দর এক সাংস্কৃতিক পরিমন্ডলও তৈরি করছে।বিগত দুবছর অবশ্য করোনার জন্য বন্ধ ছিলো বার্ষিক অনুষ্ঠান। নন্দিতা ভৌমিকের একটি প্রতিবেদন।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —