কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মজয়ন্তী পালন

নিজস্ব প্রতিবেদন ঃ  বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মজয়ন্তী ছিলো শুক্রবার। সেই উপলক্ষে কবিকে শ্রদ্ধা জানালো শিলিগুড়ি পুরসভা।শুক্রবার শিলিগুড়ির পাকুরতলা মোড়ে একটি ছোট অনুষ্ঠানের মধ্য দিয়ে কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালন করা হয়। সেখানে কবি কাজী নজরুল ইসলামের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার।
অপরদিকে
বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্ম জয়ন্তী উদযাপনের ব্যবস্থা করা হয় কোচবিহার আস্থা ফাউন্ডেশন এর পক্ষ থেকে। জন্মদিন উপলক্ষে কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান ও তার চরণে ফুল ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় কোচবিহারে ।
জন্মদিন উপলক্ষে সকলের জন্য খাতা কলম চকলেট তুলে দেওয়ার ব্যবস্থা করা হয় সেখানে।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-