করোনার ওপর মডেল, এশিয়া বুক অফ রেকর্ডসে নাম রায়গঞ্জের স্কুল শিক্ষকের

নিজস্ব প্রতিবেদন ঃ ফেলনা কাগজ দিয়ে করোনা সচেতনতার ওপর বিভিন্ন মডেল তৈরি করে এশিয়া বুক অফ রেকর্ডসে নিজের নাম তুলে নিলেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ কর্নজোড়ার স্কুল শিক্ষক বিপ্লব কুমার মন্ডল। করোনা ছাড়া আরও অনেক বিষয়ের ওপর মডেল তৈরি করেছেন বিপ্লববাবু।বহু বছর ধরেই তিনি ফেলনা কাগজ দিয়ে নানারকম মডেল তৈরি করে তিনি তাঁর সৃজনশীলতার পরিচয় দিয়ে আসছেন।এর আগে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের স্বীকৃতি পেয়েছেন তিনি। স্কুলে শিক্ষকতার পাশাপাশি বিপ্লববাবু সামাজিক কাজও করেন।তবে তাঁর হাতের কাজের সৃজনশীলতা অনেকের মনে দাগ কাটছে।