
নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি ইউনিক ফাউন্ডেশন টিমের উদ্যোগে রবিবার শিলিগুড়ি বর্ধমান রোডে সম্পূর্ণ বিনামূল্যে *কুষ্ঠরোগীদের মধ্যে টিকাকরণের* ব্যবস্থা করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী করিমুল হক , পুরপ্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব, ডাক্তার কল্যাণ খান, ডাক্তার রুদ্র নাথ ভট্টাচার্য সহ অন্যান্যরা। এই অতিমারীর সময় করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ইউনিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এর আগে বিভিন্ন প্রান্তিক মানুষদের টিকাকরণ সম্পন্ন হয়েছে। রবিবার ৪0 জন কুষ্ঠরোগী কোভিশিল্ড নিলেন।
