
নিজস্ব প্রতিবেদন ঃ সংস্কৃতি চর্চার পাশাপাশি শিলিগুড়ির সাংস্কৃতিক সংস্থা মৃন্ময়ী সামাজিক কাজও করে। অন্তত রবিবার তারা তা ভালোভাবে প্রমাণ করলেন।এদিন মৃন্ময়ী তিন বছর পূর্ণ করলো।আর সেই বিশেষ সময়কে স্মরণ করে রাখতে সংস্থার তরফে শিলিগুড়ি খালপাড়ার নিষিদ্ধ পল্লীতে শিশুদের মধ্যে বিলি করা হল বিস্কুট, কেক,রুটি,কলা,চকোলেট,ফ্রুট জুস প্রভৃতি। স্বেচ্ছাসেবী সংস্থা ওয়েস্টবেঙ্গল ভলান্টারি হেলথ এসোসিয়েশনের মাধ্যমে মৃন্ময়ী এদিন তাদের ওই মানবিক কর্মসূচির ভাবনা কার্যকর করে। খবরের ঘন্টার সহ সম্পাদিকা শিল্পী পালিত মৃন্ময়ীর সাংস্কৃতিক কর্মী ও শিল্পী চৈতালি দত্তের কাছে শিশুদের জন্য বেবি ফুডের আবেদন জানালে মৃন্ময়ী ওই কর্মসূচি গ্রহণ করে।
