নতুন ছেলেমেয়েরাও মাদকের নেশায়, সামনে অন্ধকার আসছে!

নিজস্ব প্রতিবেদন ঃ  মাদকের নেশা ভয়ানক বাড়ছে। নতুন প্রজন্মকেও গ্রাস করছে মাদক । এখনই তরুন ও কিশোর সমাজকে মাদকের নেশা থেকে মুক্ত করতে না পারলে আগামী দিনে চারদিকে অন্ধকার ঘনিয়ে আসছে।তাই আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসকে স্মরণ করে শিলিগুড়িতে সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করল শিলিগুড়ি মহিলা থানা। গুরুকুল,শক্তি বাহিনী,সিনি সহ অন্যান্য সংগঠনগুলি এই পদযাত্রায় সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।সোমবার বিকেলে শিলিগুড়িতেও দিনটিকে পালন করে শিলিগুড়ি মহিলা থানা। মহিলা থানার আইসি মুমতাজ বেগমের নেতৃত্বে ওই পদযাত্রাটি শিলিগুড়ির হাসমি চক থেকে শুরু হয়। তারপর তা শিলিগুড়ির হিলকার্ড রোড পরিক্রমা করে। পদযাত্রা থেকে শহরের মানুষকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করা হয়।বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-