নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়িঃ ডেঙ্গু সচেতনতার জন্য সঙ্গীত রচনা করেছেন খবরের ঘন্টার সম্পাদক। আর তাতে সুর দিয়ে গান গেয়েছেন বীণাপাণি শিল্পী বা শিল্পী পালিত। একটি ডেঙ্গু সচেতনতার গান ইতিমধ্যে পোস্ট করা হয়েছে।আজ শুনে নিন মশারি টাঙাওয়ের ওপর দ্বিতীয় ডেঙ্গু সচেতনতার গানটি।