মালদহ জেলা ঃ দুয়ারে সরকার শিবিরে এসে নিজেই ফর্ম পূরন করে দিলেন বিডিও

নিজস্ব প্রতিবেদন ঃ শুক্রবার মালদহের চাঁচল-১ নম্বর ব্লকের মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে সন্তোষপুর হাইমাদ্রাসায় বসে দুয়ারে সরকার শিবির।এই শিবিরে রাজ‍্য সরকারের নয়া প্রকল্প লক্ষ্ণীর ভান্ডার,স্বাস্থ‍্য সাথী সহ একাধিক প্রকল্পে সুবিধে নিতে সকাল থেকে ভিড় করেছেন সাধারণ মানুষ। শিবির থেকে দেওয়া হচ্ছে ফর্ম। অনেকেই জানেন না কিভাবে সেটি পূরণ করতে হবে। এদিন একাধিক মানুষের ফর্ম পূরণ করলেন বিডিও।ফর্ম পূরণের পরেই আবেদন কারীরা জানতে পারেন তিনি চাঁচল-১ নম্বর ব্লকের বিডিও।
লক্ষ্ণীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে আসা বাকিপুরের এক প্রমীলা মালতী দাস জানান,আমি জানতাম না উনি বিডিও সাহেব।সাধারণ মানুষ ভেবেই ফর্ম পূরণ করতে বললে তিনি তা করে দেন।পরে জানতে পারি তিনি আমাদের বিডিও সাহেব।
চাঁচল ১ নম্বর ব্লকের বিডিও সমীরণ ভট্টাচার্য্য বলেন,দুয়ারে সরকার শিবির থেকে সরাসরি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ব‍্যাঙ্ক একাউন্ট খুলে দেওয়া হচ্ছে।আজ নিজে হাতে দুজনকে ব‍্যাঙ্ক পাসবুক তুলে দিয়েছি।এছাড়া স্বাস্থ‍্যসাথী,খাদ‍্য সাথী,কৃষক বন্ধু ছাড়া অন‍্যান‍্য প্রকল্পগুলির আবেদন সরাসরি করা হচ্ছে শিবির থেকে।তবে লক্ষ্ণীর ভান্ডারের আবেদনে ব‍্যাপক সাড়া পড়েছে।কয়েকজন মহিলার ফর্ম পূরণ করে দিলাম।এটা আমাদের কর্তব‍্যের একটা অংশ বলে মনে করি।