
শিল্পী পালিতঃ আজকের আত্মকথায় শ্রীলেখা মুখার্জী লিখে পাঠিয়েছেন তাঁর কথা —

আমি শ্রীলেখা মুখার্জ্জী , আজ ছত্রিশ বছর যাবত বিশাখাপত্তনমের বাসিন্দা। যদিও জন্ম উত্তর কলকাতায় , কিন্তু এখন পুরোপুরি প্রবাসী। সেই কোন ছোটবেলায়, কবিতার সংগে গাঁটছড়া বেঁধেছিলাম… সেই সখ্য এখনও অটুট। মনখারাপ হলেও কবিতা, আনন্দ হলেও কবিতা। তবে মনের সেই কথাগুলো কবিতা হয় কি না জানি না , আমি কিন্তু লিখে খুব খুশি হই। আগে কবিতা লিখে স্কুল ম্যাগাজিনে দিতাম। আজকাল ফেসবুকে লিখি ,অনেক পাঠকও পেয়েছি। অনেক গুণী বন্ধুবান্ধব পেয়েছি, শিখছি অনেক কিছু। কবি বন্ধু কাজরী বসুর তত্ত্বাবধানে প্রকাশিত তিনটে কবিতা সংকলনে আমার অনেকগুলি কবিতা স্থান পেয়েছে। ভবিষ্যতেও কবিতাকে আঁকড়ে ধরে বাকি দিনগুলো কাটাতে চাই। নিজের একটি কবিতার বই প্রকাশ করার সখ অনেকদিনের। সেই ইচ্ছে পূরণ হবে আশা রাখি।