শিলিগুড়িতে শান্তির ওপর আলোচনাসভা

নিজস্ব প্রতিবেদন ঃ আন্তর্জাতিক শান্তি বিষয়ক আলোচনা সভা রবিবার অনুষ্ঠিত হয় পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে। শিলিগুড়ির বিধান রোডস্থিত বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের সভাগৃহে অনুষ্ঠিত সেই সভায় শিলিগুড়ি ছাড়া উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা তথা নেপাল, মেঘালয়, কলকাতা থেকে প্রতিনিধিরা উপস্থিত হয়ে শান্তি বিষয়ে মূল্যবান বক্তব্য রাখেন। শান্তি বিরাজ করুক সবসময় সর্বত্র, প্রতি ব্যক্তি, প্রতি ঘর থেকে শান্তি
ছড়িয়ে পড়ুক।
অংশগ্রহণকারী প্রত্যেককে গোলাপ দিয়ে শুভেচ্ছা জানানো ছাড়াও উত্তরীয় ব্যাজ শংসা পত্র দেওয়া হয় শান্তি কমিটির তরফে। চিকিৎসক, গবেষক, সাহিত্যিক,লেখক, ছাত্র ছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
শুরুতে শান্তি বৃক্ষে জল দেন উপস্থিত সবাই। আয়োজকদের তরফ আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতির শিলিগুড়ি শাখার সাধারণ সম্পাদক সজল কুমার গুহ জানিয়েছেন, অনুষ্ঠানে বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ শীর্ষেন্দু পাল, ডাক্তার সৌম্যদীপ কর সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।