ওড়িশার ভুবনেশ্বরে পুরস্কৃত শিলিগুড়ির চিকিৎসক

নিজস্ব প্রতিবেদন ঃ গত ২২ থেকে ২৪ শে সেপ্টেম্বর পর্যন্ত ওড়িশার ভুবনেশ্বরে আর্ট এন্ড সায়েন্স অফ মেডিসিনের ওপর এক বার্ষিক সভার আয়োজন করা হয়। আমেরিকান কলেজ অফ ফিজিশিয়ানস এর ভারতবর্ষের শাখা কমিটি সেই সভার আয়োজন করে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নামিদামি সব চিকিৎসক সেই সভায় উপস্থিত হয়ে তাদের বক্তব্য মেলে ধরেন। সেখানে গত শনিবার শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার শীর্ষেন্দু পালকে পুরস্কৃত করা হয়। ওমেন্স হেলথের ওপর বিভিন্ন কাজ করার জন্য তাকে পুরস্কৃত করা হয়েছে। তার হাতে তুলে দেওয়া হয়েছে স্মারক এবং মেডেল। ডাক্তার শীর্ষেন্দু পাল মহিলাদের স্তন ও জরায়ু ক্যান্সারের উপর বিভিন্ন স্থানে সচেতনতার প্রচার করে চলেছেন। তাছাড়া হঠাৎ হৃদরোগ হলে প্রাথমিকভাবে কি করা প্রয়োজন তার প্রশিক্ষণ শিবির আয়োজন করেছেন বিভিন্ন স্থানে। এনসিসি স্কাউট ছাত্রীদের তিনি বিভিন্ন শিবিরে প্রশিক্ষণ দিয়েছেন। হঠাৎ পথ দুর্ঘটনা হলে প্রাথমিকভাবে কি করনীয়,রাস্তায় কারো হঠাৎ মৃগী রোগ হলে কী করনীয়, কেও অগ্নিদগ্ধ হলে বা কাওকে সাপ দংশন করলে প্রাথমিকভাবে কি করতে হবে তার জন্য তিনি এনসিসি ছাত্রীদের বিশেষ প্রশিক্ষণ দিয়েছেন। এছাড়া সম্প্রতি শিলিগুড়ি নীলনলিনি বিদ্যালয়ে মেয়েদের নিয়ে আত্মরক্ষার কৌশলের ওপর বিশেষ প্রশিক্ষণ শিবির আয়োজন করেন তিনি। সবদিক বিচার করে আমেরিকান কলেজ অফ ফিজিশিয়ানস তাকে ওই জাতীয় স্তরের পুরস্কারটি তুলে দিয়েছে গত শনিবার। এর আগে সম্প্রতি ইন্ডিয়ান সোসাইটি অফ হাইপার টেনশন ডাক্তার পালকে হাইপার টেনশনের উপর বিশেষ কাজ করার জন্য পুরস্কৃত করেছে। ডাক্তার শীর্ষেন্দু পাল বিভিন্ন স্থানে নিয়মিত বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করেন। বহু গরিব মানুষ বিনা পয়সায় তাকে দেখিয়ে অনেক সুফল পেয়েছেন। বিনামূল্যের স্বাস্থ্য শিবিরগুলোতে তিনি ব্লাড প্রেসার সহ অন্যান্য স্বাস্থ্য পরীক্ষা করেছেন বিনামূল্যে। এইসব দিক ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ায় তার মানবিক গুণের প্রশংসা করে তাকে ওই ধরনের পুরস্কার দেওয়া হয়েছে।ডাঃ শীর্ষেন্দু পাল জানিয়েছেন, তিনি আগামী দিনেও বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করবেন।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—-