
নিজস্ব সংবাদদাতা, মালদা,২৭ অক্টোবর: হাসপাতালে রোগী, ডাক্তার এবং নার্সদের মিষ্টি মুখ করিয়ে বিজয়া পালন করলেন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ব্লকের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান জিয়াউর রহমান।আজ তিনি হাসপাতালে গিয়ে রোগী,ডাক্তার ও নার্সদের মধ্যে মিষ্টি বিতরণ করেন এবং বিজয়ের শুভেচ্ছাবার্তা জানান। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যকর্মীরা নিজেদের জীবন বাজি রেখে লড়াই করছেন, পুজোতেও যখন সবাই আনন্দে মাতোয়ারা তখন তাঁরা নিজেদের কর্তব্যে অবিচল। তাই তিনি এদিন হাসপাতালের স্বাস্থ্যকর্মী ও রোগীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

জিয়াউর রহমান বলেন, ” আমি আজ হাসপাতালে এসেছিলাম, ডাক্তার,নার্সদের মিষ্টিমুখ করিয়ে বিজয়ার শুভেচ্ছা জানালাম, রোগী এবং তাদের বাড়ির লোকজনদের সাথেও কথা বললাম, দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব, আমরা সকলে উৎসবে মেতে উঠেছি কিন্তু স্বাস্থ্যকর্মীরা সব ছেড়ে নিজেদের কর্তব্যে অবিচল, তাই আজ বিজয়ার দিনে মিষ্টিমুখের দ্বারা শুভেচ্ছা জ্ঞাপন করলাম |