
নিজস্ব প্রতিবেদন ঃ উত্তরবঙ্গ সফরের চতুর্থ দিনে ও পাহাড় সফরের দ্বিতীয় দিনে বুধবার কার্শিয়াঙে প্রাতঃভ্রমণ বের হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার প্রশাসনিক বৈঠকের পর কার্শিয়াঙে রাত্রি বাস করেন তিনি ।এদিন সকালে প্রাতঃভ্রমণে বের হওয়ার সময় চা পান এর সঙ্গে সঙ্গীতের ভাবনাতেও ডুব দেন মুখ্যমন্ত্রী। পর্যটন মন্ত্রী তথা বিশিষ্ট সঙ্গীত শিল্পী ইন্দ্রনীল সেন সেখানে সঙ্গীত পরিবেশন করেন। নতুন নতুন ট্যুরিস্ট স্পটেরও সন্ধান করেন তিনি যাতে সেই সব স্থানকে পর্যটন মানচিত্রে যোগ করে পাহাড়ের পর্যটন শিল্পকে আরও এগিয়ে দেওয়া যায়। মঙ্গলবার পাহাড়ের উন্নয়নে কার্শিয়াংয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বুধবারও তিনি প্রশাসনিক কর্তাদের সঙ্গে বিভিন্ন আলাপচারিতায় বারবারই পাহাড়ের আরও উন্নয়ন, পাহাড়কে আরও কিভাবে ভালো রাখা যায় তারওপরই আলোচনা করেন। করোনার জেরে পাহাড়ের পর্যটন শিল্প, পাহাড়ের চা শিল্প পিছিয়ে পড়েছে। করোনা পরিস্থিতি কাটিয়ে পর্যটন এবং চা শিল্পে পাহাড় কিভাবে আবার ভালো ভাবে এগিয়ে যেতে পারে, কিভাবে অন্যান্য শিল্পেও পাহাড় এগিয়ে যেতে পারে তারওপর গুরুত্ব আরোপ করছেন মুখ্যমন্ত্রী।
