গাছেদের ফোঁটা দিয়ে চারা গাছ বিলি

নিজস্ব প্রতিবেদন ঃ ভাই ফোঁটা উপলক্ষে বেশ কিছু গাছকে ফোঁটা দেওয়া হলো।তার সঙ্গে সকলের মধ্যে গাছের চারা বিলি করা হলো।এছাড়া রেল বস্তির শিশুদের নিয়েও ভাইফোঁটা অনুষ্ঠান হলো।বুধবার কোচবিহার শহরে এই অনুষ্ঠান হয়। কোচবিহার স্টেশন চৌপথি এবং তুফানগঞ্জ রোড এলাকায় রাজ আমলের তৈরি গাছকেও ভাই ফোটা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।প্রথমে গাছকে চন্দন ও ধুপকাঠি জ্বালিয়ে তাকে বরণ করে নেওয়া হয়।এরপর ফুল ও দুর্বা ধান দিয়ে শ্রদ্ধা নিবেদন কর হয় গাছকে। ছোট ভাই বোনেরা
সেই উপলক্ষে কোচবিহারে পথ চলতি মানুষদের হাতে চারা গাছ বিলির সঙ্গে মিষ্টিমুখের ব্যবস্থা করে । রেল বস্তির শিশুদের নিয়েও একটি ভাইফোটার আয়োজন করা হয়েছিল।
এই কর্মকাণ্ডে উপস্থিত ছিলেন কোয়েল চক্রবর্তী,পিংকি রায়
সুমি দাস,তানিয়া পারভিন।
সমস্ত ব্যবস্থায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন কোচবিহারের অক্সিজেন ম্যান শংকর।