শিলিগুড়ি ইসকনে গোবর্ধন পুজো

নিজস্ব প্রতিবেদন ঃঅন্যান্য বছরের মতো রীতি মেনে এবারও শিলিগুড়ির ইস্কন মন্দিরে পালিত হলো গোবর্ধন পুজো। বিগত বছর করোনা ছিলো, ফলে সব পুজোর অনুষ্ঠানে ভক্তদের উপস্থিতি সংখ্যা ছিলো অনেক কম৷ তবে এবছর করোনা পরিস্থিতি কাটিয়ে বিভিন্ন জায়গার পাশাপাশি শিলিগুড়ি ইস্কন মন্দিরেও মহা ধুমধামের মধ্য দিয়ে গোবর্ধন পুজো হলো বুধবার । এই অনুষ্ঠানে শিলিগুড়ি শহর এবং আশেপাশের এলাকা ছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকেও ভক্তদের সমাগম লক্ষ করা যায়। এদিন গোবর্ধন পুজো উপলক্ষে পুজো অর্চনার পাশাপাশি কীর্তন, পরিক্রমা ও প্রসাদ বিতরন হয়। শিলিগুড়ি ইসকনের জনসংযোগ আধিকারিক নামকৃষ্ণ দাস জানিয়েছেন, কার্তিক মাসের শুক্লা তিথিতে প্রতিবছর গোবর্ধন পুজোর আয়োজন করা হয়ে থাকে।