ছট ব্রতীদের হাতে পূজার সামগ্রী ও নতুন বস্ত্র — চম্পাসরি ও জলপাইগুড়িতে সামাজিক উদ্যোগে উজ্জ্বল মানবিক দৃষ্টান্ত

নিজস্ব প্রতিবেদন:
ছটপুজোকে কেন্দ্র করে এক অনন্য সামাজিক উদ্যোগে এগিয়ে এলো বিভিন্ন সংগঠন। ভক্তিভরে ছট উদযাপনকে সামনে রেখে রবিবার শিলিগুড়ির চম্পাসরিতে এবং জলপাইগুড়ি নগরে অনুষ্ঠিত হলো ছট ব্রতীদের উদ্দেশ্যে পূজার সামগ্রী ও নতুন বস্ত্র বিতরণ কর্মসূচি।

শিলিগুড়ির ৪৬ নম্বর ওয়ার্ডের সত্যজিৎ মার্কেটে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ উত্তরবঙ্গের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি সকাল ১১টা নাগাদ শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বিক্রমাদিত্য মণ্ডল, শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ এবং সহযোগী সংগঠন হিসেবে ছিলো ৪৬ নম্বর ওয়ার্ডের মহিলা সংগঠন ‘মানিকর্ণিকা’।

অনুষ্ঠানে স্থানীয় সমাজসেবী ও জনপ্রতিনিধিরাও যোগ দেন। আয়োজকদের বক্তব্যে উঠে আসে, “ছটপুজো কেবল ভক্তির নয়, এটি সামাজিক ঐক্যের প্রতীক। এই উদ্যোগের মাধ্যমে আমরা সমাজের প্রতিটি স্তরের মানুষের পাশে থাকতে চাই।”

এদিন অতিথিরা ছট ব্রতীদের হাতে পূজার সামগ্রী তুলে দেন এবং সবাইকে শুভেচ্ছা জানান। এলাকাবাসীর উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় উৎসবমুখর পরিবেশে।

অন্যদিকে, একই দিনে জলপাইগুড়ি নগরের পান্ডাপাড়া রাধা গোবিন্দ মন্দিরে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে ছট ব্রতীদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সঞ্জয় মণ্ডল, মনোজ দত্ত ও গোবিন্দ ঘোষ।

ভক্তি, মানবতা ও সামাজিক সম্প্রীতির এই যুগপৎ উদ্যোগে দুই শহরই এদিন ছটপুজোর আগমনী আবহে মুখরিত হয়ে ওঠে।