নিজস্ব প্রতিবেদন:
আসন্ন ছট পূজোকে সামনে রেখে শিলিগুড়ি পুরনিগমের ১৪ নম্বর ওয়ার্ডে এবং মাটিগাড়া পঞ্চায়েত সমিতিতে বিশেষ সামাজিক উদ্যোগে ছট ব্রতীদের হাতে পূজার সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়েছে।

শিলিগুড়ি ১৪ নম্বর ওয়ার্ডে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, যিনি ছট ব্রতীদের সঙ্গে সাক্ষাৎ করে সামগ্রী বিতরণ করেন। আয়োজকরা জানান, এই উদ্যোগের লক্ষ্য ভক্তি ও সামাজিক সহমর্মিতা একসাথে উদযাপন করা।
অন্যদিকে, মাটিগাড়া পঞ্চায়েত সমিতিতে ভূমি কর্মাধ্যক্ষ সন্তোষ চৌধুরী এবং সমাজসেবী টোটন ঘোষ এর উদ্যোগে বস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত অতিথিরা ছট ব্রতীদের হাতে বস্ত্র তুলে দেন এবং পুজোর শুভেচ্ছা জানান।
দুই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবী ও জনপ্রতিনিধিরা। এলাকাবাসী এই মানবিক উদ্যোগকে খুবই ইতিবাচকভাবে নেন এবং ছট ব্রতীদের জন্য এই ধরনের সামাজিক সহায়তা প্রশংসনীয় বলে মনে করেন।
ওই অনুষ্ঠানে ভাগ নেওয়া ছট ব্রতীরা আনন্দ প্রকাশ করে বলেন, “মেয়র এবং অন্যান্য সমাজসেবীদের উপস্থিতি আমাদের উৎসাহ যোগাচ্ছে, বিশেষ করে এই পবিত্র পুজোকে আরও স্মরণীয় করে তুলেছে।”

