উত্তরবঙ্গের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান — বিশেষ ত্রাণ তহবিলে এক লক্ষ টাকা অনুদান মেয়র গৌতম দেবের

নিজস্ব প্রতিবেদন:
উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে পশ্চিমবঙ্গের সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। ক্ষতিগ্রস্ত এলাকার পুনর্গঠন ও ত্রাণ কার্যক্রমে রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অধীনে ইতিমধ্যেই গঠিত হয়েছে একটি বিশেষ ত্রাণ তহবিল।

এই মানবিক প্রয়াসে সামিল হয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব ব্যক্তিগতভাবে এক লক্ষ টাকা অনুদান দিয়েছেন ওই তহবিলে।

মেয়র গৌতম দেব এক বিবৃতিতে জানিয়েছেন — “উত্তরবঙ্গের মানুষ ভয়াবহ বন্যা ও ভূমিধসের ফলে চরম দুর্দশার মুখোমুখি হয়েছেন। এই সংকট কাটিয়ে উঠতে রাজ্য সরকার নিজের সীমিত সামর্থ্যের মধ্যে নিরলসভাবে কাজ করছে। আমি ব্যক্তিগতভাবে এক লক্ষ টাকা এই বিশেষ ত্রাণ তহবিলে অনুদান দিয়েছি।”
তিনি আরও আহ্বান জানান “আপনারা প্রত্যেকে নিজের সাধ্য অনুযায়ী এগিয়ে আসুন। উত্তরবঙ্গের বন্যাদুর্গত ও বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোই আজ মানবতার সবচেয়ে বড় পরিচয়।”
মানবিক সহায়তা ও সহমর্মিতার এই বার্তা এখন ছড়িয়ে পড়ছে সমগ্র উত্তরবঙ্গে — সংকটের সময় মানুষের পাশে মানুষের দাঁড়ানোর এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে।