লেখালেখি আর বই প্রকাশের নেশাতেই ডুব দিয়েছেন নিয়তিদেবী

নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়ি ঃঃ ছোট থেকেই তার মাথায় লেখালেখির নেশা প্রবেশ করে। এই ষাট বছরেও সে নেশা ছাড়তে পারেননি। তাই আজও লিখে চলেছেন।শীঘ্রই তার একটি ইংরেজি বই প্রকাশিত হতে চলেছে। তবে এ পর্যন্ত তার ১৫ টি বই প্রকাশিত হয়েছে। নেশা এতটাই যে নিজের লেখা বইগুলো হাতে নিয়ে তিনি শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা মাঠে চলতে থাকা উত্তরবঙ্গ বই মেলায় এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরছেন। বিক্রি করছেন তার বইগুলো।
নিয়তি রায়। বাড়ি শিলিগুড়ি সুভাষ পল্লীতে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে পি এইচ ডি করেছেন। তার স্বামী ডঃ গিরীন্দ্র নারায়ন রায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক।ছোট গল্প,উপন্যাস, গোয়েন্দা গল্প মিলিয়ে এ পর্যন্ত তার পনেরটি বই প্রকাশিত হয়েছে। বইগুলো হল,নতুন সূর্য, ছোট মামার নতুন আইডিয়া, কাল সন্ধ্যা, পাহাড় ঘুমিয়ার রহস্য, কুয়াশার জাল, আউল বাউল কথা, মৃত্যু ভয়, বধূ বরন,বহে চলে সানিয়াযান, মুজনাই, বুড়ি বালাসনের উপকথা। উত্তরবঙ্গের সাধারণ মানুষ ও তাদের জীবনকথা তার লেখার মূল উপজীব্য। উত্তরবঙ্গের নদীকে কেন্দ্র করেও গল্প,উপন্যাস তার লেখায় ফুটে উঠেছে। যেমন মুজনাই নদীকে ঘিরে তার লেখা বই মুজনাই। বালাসন নদী ও তার চরের বাসিন্দাদের নিয়ে তিনি গল্প লিখেছেন বুড়ি বালাসনের উপকথা বইতে। মেখলিগঞ্জের সানিয়াযান নদীকে ঘিরে লিখেছেন বহে চলে সানিয়াযান। কোচবিহারে জন্ম হলেও নিয়তিদেবী এখন শিলিগুড়ির বাসিন্দা। লেখালেখির জন্য অনেক স্থানে সংবর্ধনাও পেয়েছেন। লেখালেখি তার নেশা,তার ভালোবাসা। তার কথায়, লেখালেখিতে রয়েছে অন্য এক সৃজন। লেখালেখির সুস্থ ভাব যত নতুনদের মধ্যে ছড়িয়ে দেওয়া যাবে ততই সমাজের মঙ্গল।