নিজস্ব প্রতিবেদন:
শিলিগুড়ি জংশন পাতিকলোনির কবি সুকান্ত হাই স্কুলে চলছে রজত জয়ন্তী বর্ষের বিশেষ উদযাপন। এই উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণজুড়ে তৈরি হয়েছে আনন্দঘন পরিবেশ। রজত জয়ন্তীকে স্মরণীয় করে তুলতে উদ্যোগ নেওয়া হয় এক বর্ণময় শোভাযাত্রার, যেখানে সকাল থেকেই শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়াদের মধ্যে ছিল চোখে পড়ার মতো উদ্দীপনা।

এই শোভাযাত্রায় ছাত্রছাত্রীরা নানা ঐতিহাসিক ও জাতীয় ব্যক্তিত্বের সাজে অংশগ্রহণ করে। কারও পোশাকে ফুটে ওঠে সুভাষ চন্দ্র বসু, কেউ মহাত্মা গান্ধী, ঝাঁসির রানি, বিরসা মুন্ডা, ভারত মাতা কিংবা কৃষকের রূপে হাজির হয়। শিক্ষার্থীদের আরও আকৃষ্ট করতে শোভাযাত্রায় দেখা যায় জনপ্রিয় কার্টুন চরিত্রগুলিও। একই সঙ্গে তুলে ধরা হয় কবি সুকান্ত ভট্টাচার্যের জীবন ও আদর্শের নানা দিক, যা ছিল এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঋষিণ বিশ্বাস, শিলিগুড়ি পুরসভার চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, কাউন্সিলর নুরুল ইসলাম, প্রাক্তন কাউন্সিলর স্নিগ্ধা হাজরা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। শোভাযাত্রাটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় স্কুলে ফিরে আসে।
প্রধান শিক্ষক ঋষিণ বিশ্বাস বলেন, এই শোভাযাত্রার মাধ্যমে বিদ্যালয়ের ঐতিহ্য ও কবি সুকান্তের চিন্তাধারা তুলে ধরা হয়েছে। পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থীদের প্রতিও সম্মান জানানো হয়েছে। তাঁর মতে, এ ধরনের উদ্যোগ পড়ুয়াদের পড়াশোনার প্রতি আরও অনুপ্রাণিত করবে এবং তাদের আত্মবিশ্বাস ও মনোবল বৃদ্ধিতে সহায়ক হবে।

