
নিজস্ব প্রতিবেদনঃ শিলিগুড়ি ঘোঘোমালি গসপেল চার্চের বাসিন্দা তথা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের স্বাস্থ্য কর্মী মনোজ সরকার এবং তাঁর স্ত্রী তথা নার্স সন্ধ্যা সরকারকে সংবর্ধনা জানালেন শিলিগুড়ি শক্তিগড়ের বাসিন্দা তথা টোটো চালক মুনমুন সরকার। রবিবার বিকেলে ওই অনুষ্ঠানটি হয়।

করোনা আবহ শুরু হওয়ার পর থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিষ্ঠার সঙ্গে ডিউটি করে চলেছেন স্বাস্থ্য কর্মী মনোজ সরকার। মেডিক্যালেরই নার্স সন্ধ্যা সরকারও নিষ্ঠার সঙ্গে রোগী সাধারনের ডিউটি করে চলেছেন। এরমধ্যেই তাঁরা করোনা আক্রান্ত হয় সুস্থও হন। রবিবার তাদেরকে তাই সংবর্ধনা জানালেন মুনমুন সরকার। প্রসঙ্গত করোনা শুরু হওয়ার পর থেকে বিনা পয়সায় করোনা আক্রান্তদের কোভিড হাসপাতালে পৌঁছে দিচ্ছেন মুনমুন সরকার। আবার করোনা আক্রান্তরা সুস্থ হলে বিনা পয়সায় তাদের বাড়ি পৌঁছে দিচ্ছেন মুনমুনদেবী যা রীতিমতো একটি দৃষ্টান্ত। রবিবার স্বাস্থ্য কর্মী মনোজ সরকার এবং তাঁর স্ত্রী তথা নার্স সন্ধ্যা সরকারকে সংবর্ধনা জানিয়ে মুনমুনদেবী আর একটি নজির তৈরি করলেন।