
নিজস্ব প্রতিবেদন ঃ আগামী ২২শে জানুয়ারি রাজ্যের চন্দন নগর, বিধান নগর, আসানসোল এবং শিলিগুড়ি পুরসভায় ভোট হতে চলেছে। ভোট ভোট নিয়ে মঙ্গলবার সকালে শিলিগুড়িতে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে মহকুমা নির্বাচনী আধিকারিকের দপ্তরে। শিলিগুড়ি পুরসভা কার দখলে থাকবে তা ৪৭টি ওয়ার্ডের চার লক্ষ দুহাজার ৮৯৫ জন ভোটার স্থির করবেন আগামী ২২ শে জানুয়ারি। ২৫ শে জানুয়ারি ভোট গননা। নির্বাচন কমিশনের পেশ করা তথ্য অনুযায়ী ২৮ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ভোটের জন্য মনোনয়ন পত্র গ্রহনের কাজ।৩ জানুয়ারি মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন।মনোনয়ন পত্র পরীক্ষা বা স্ক্রুটিনীর কাজ ৪ জানুয়ারি, মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ৬ জানুয়ারি। ফলে ভোট ঘিরে উৎসাহ উদ্দীপনা বাড়ছে শিলিগুড়িতে।
