
নিজস্ব প্রতিবেদন ঃ উত্তরবঙ্গের বিখ্যাত লেখক, গবেষক এবং শিক্ষক ডঃ দিগ্বিজয় দে সরকারকে সংবর্ধনা জানালো উত্তরবঙ্গ পৌষ মেলা কমিটি। সোমবার শিলিগুড়ি সূর্যসেন পার্কের পাশে চলতে থাকা পৌষ মেলার মঞ্চে ওই গবেষক ও লেখককে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে পৌষ মেলা কমিটির সাধারণ সম্পাদিকা জ্যোৎস্না আগরওয়ালা ছাড়াও বিশিষ্ট লেখক ও সাংবাদিক নিধুভূষন দাস, সাহিত্যিক রঞ্জিত দেব, রামকানাই দাস প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিবছরই পৌষ মেলার মঞ্চে গুনীজনদের সংবর্ধনা দেওয়া হয়। এবারও তা দেওয়া হচ্ছে। গত ২৩ ডিসেম্বর শুরু হয়েছে পৌষ মেলা। তা চলবে ২ জানুয়ারি পর্যন্ত। মেলার শিশুদের মনোরঞ্জনের জন্য অনেক খেলনা রয়েছে। তাছাড়া নাগরদোলা সহ আরও বহু কিছু রয়েছে। পিঠেপুলির স্টলও রয়েছে মেলায়।শুরুর দিন থেকে মেলায় ভিড় উপছে পড়ছে। মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে। সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে বহু দর্শক শ্রোতাদের ভিড় হচ্ছে। বছরের এই শেষ সময় পর্ব অনেকেই মেলায় গিয়ে আনন্দে কাটিয়ে দিতে চাইছেন।
