
নিজস্ব প্রতিবেদন ঃ ফটোগ্রাফি ফর ফান অর্থাৎ ফটোগ্রাফির মাধ্যমে জীবনে আনন্দ খুঁজে নেওয়ার ভাবনা থেকে ফটোফুনিয়া নামকরণ। এই গ্রুপের তিনজন এডমিন জয়ন্তী সরকার, সুব্রত রায়চৌধুরী ও নবীন সাহা।
তাদের সম্মিলিত প্রচেষ্টায় এই গ্রুপ চার বছর পেরিয়ে পাঁচের পথে।এই গ্রুপে বর্তমানে ৯৯টি দেশের প্রায় ৪৭০০-র ওপরে ফটোগ্রাফার সদস্য বন্ধু রয়েছেন। সকলের সহায়তায় হাতে হাত ধরে এগিয়ে চলেছে টিম ফটোফুনিয়া।
ফটোফুনিয়ার প্রথম ছবি প্রদর্শনী হয় ২০১৯ সালের ডিসেম্বর মাসে শিলিগুড়ি রামকিঙ্কর হলে। গ্রুপের সদস্যদের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের আন্তরিকতায় ভীষণ ভাবে সাফল্য পায় এই প্রদর্শনী। এরপর গ্রুপের দ্বিতীয় ও তৃতীয় ছবি প্রদর্শনী কলকাতার বিখ্যাত ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন এর বেঙ্গল গ্যালারিতে ফেব্রুয়ারি ২০২১ ও জানুয়ারী ২০২২ এ অনুষ্ঠিত হয়।
এবার গ্রুপের চতুর্থ প্রদর্শনীর আয়োজন করা হয় আবার শিলিগুড়ি রামকিঙ্কর হলে ২৪ ও ২৫শে ডিসেম্বর ২০২২ এ ।
এবারের প্রদর্শনীতে প্রায় শতাধিক অংশগ্রহণকারীর মোট ২২৫টি ছবি প্রদর্শিত হয়।
ছবি প্রদর্শন এর সাথে সাথে প্রথম দিন ক্যানন ক্যামেরা কোম্পানীর তরফ থেকে তাঁদের ব্র্যান্ড আম্বাসাডার অপ্রতিম সাহার একটি ওয়ার্কশপ এর আয়োজন করা হয় এবং দ্বিতীয় দিন ক্যামেরা কোম্পানী নিকন এর তরফ থেকে একটি ফটো-আড্ডার আয়োজন করা হয়।এই দুই দিনের প্রদর্শনী করা হয়েছে সব ধরনের ফটোগ্রাফারদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিতে। গ্রুপের সদস্য সদস্যারা, যাঁরা ফটোগ্রাফিতে প্রথাগত শিক্ষায় শিক্ষিত, ব্যাকরণ মেনে ছবি তোলেন, তাঁরা ছাড়াও যাঁরা শুধুমাত্র ভালোবাসার টানে ছবি তোলেন তাঁদের, বিশেষ করে স্কুল কলেজের ছোট ছোট ছেলে মেয়েদের জন্যও একটি মঞ্চ তৈরি করাই ছিলো এই প্রদর্শনীর উদ্দেশ্য।এই প্রদর্শনী সম্পূর্ণ অ ব্যবসায়িক, অ মুনাফাভিত্তিক। এর উদ্দেশ্য সম্পূর্ণ সামাজিক বলে উদ্যোক্তারা জানান। এই প্রদর্শনীর মিডিয়া পার্টনার ছিল টাইমস বাংলার উত্তরবঙ্গের কো-অর্ডিনেটর দেবরাজ ঘোষ।
