নিজস্ব প্রতিবেদক :
বড় দিনকে কেন্দ্র করে শুরু হওয়া ছুটির আমেজে শীতের কনকনে ঠান্ডাকে উপেক্ষা করেই পিকনিকের আনন্দে মেতে উঠেছে জলপাইগুড়ি, ময়নাগুড়ি সহ গোটা ডুয়ার্স অঞ্চল। পরিবার ও বন্ধুদের নিয়ে সকাল থেকেই বিভিন্ন পিকনিক স্পটে ভিড় জমান মানুষজন।

পরিবেশ রক্ষার লক্ষ্যে জলপাইগুড়ি জেলার সমস্ত পিকনিক স্পটকে প্লাস্টিক ফ্রি জোন হিসেবে ঘোষণা করেছে প্রশাসন। পর্যটক ও পিকনিকপ্রেমীদের কাছে বার্তা দেওয়া হয়েছে, যেন তাঁরা প্লাস্টিকজাত সামগ্রী ব্যবহার না করেন এবং প্রাকৃতিক পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখেন।
এদিকে তিস্তার তীরে অবস্থিত জলপাইগুড়ি তিস্তাস্পার্ককে প্রশাসনের পক্ষ থেকে ‘গ্রিন পিকনিক জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সবুজ পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবেশবান্ধব পিকনিকের অভিজ্ঞতা দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ছুটির এই মরশুমে আনন্দের পাশাপাশি পরিবেশ সচেতনতার বার্তাও ছড়িয়ে দিতে প্রশাসনের এমন পদক্ষেপে খুশি স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা।

