
নিজস্ব প্রতিবেদনঃ শিলিগুড়ি শিবমন্দিরের বাসিন্দা গণেশ বিশ্বাসের পেশা অটো চালনা। তার শিক্ষাগত যোগ্যতা — পঞ্চম শ্রেনী উত্তীর্ণ। কিন্তু পেশা আর শিক্ষাগত যোগ্যতার মানদন্ডে কাওকে বিচার করা যে ঠিক নয় তার জ্বলন্ত উদাহরণ গণেশ বিশ্বাস। কারন তাঁর কলম থেকে বের হওয়া সুন্দর সব শব্দ রাশির কবিতা তাঁর প্রতিভার পরিচয় বহন করে। অটোয় যখন যাত্রীর অপেক্ষায় বসে থাকেন অন্য অটো চালকেরা তখন তিনি সময় নষ্ট না করে কবিতা লেখেন। আর হ্যাঁ, অবাক হলেও এটা ঘটনা যে নিজের সব লেখা আর কবিতা নিয়ে একটি পত্রিকাও বের করে ফেলেছেন তিনি। লিখেছেন গল্পও।বন্ধ চা বাগান নিয়েও তিনি গল্প লিখেছেন। তবে তিনি নিজেই বলেন, অভাবের কারনে পড়াশোনা বেশিদূূর হয়নি। ভবিষ্যতে আরও লেখালেখির মাধ্যমে সমাজের জন্য কিছু করতে চান। নেতাজি সুভাষ চন্দ্র বোসের ১২৫ বছরের জন্ম বর্ষকে সামনে রেখেও কিছু কবিতা লিখেছেন তিনি। তাঁর এই ব্যতিক্রমী প্রতিভার তারিফ করেন আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতির শিলিগুড়ি শাখার সম্পাদক সজল কুমার গুহ এবং অন্যতম কর্মকর্তা অনিল সাহা। তাঁরা জানান, নিজে সঙ্গীত রচনা করে গানও গাইতে পারেন গণেশ বিশ্বাস। সত্যিই এক উল্লেখ করার মতো প্রতিভা। চারপাশে এরকম প্রতিভা বা সৎ ভাবনা যত বৃদ্ধি পাবে ততই সমাজের মঙ্গল।
