
নিজস্ব প্রতিবেদনঃ দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দিদের নিয়ে ক্রীড়া অনুষ্ঠিত হল।দৌড় থেকে শুরু করে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সংশোধনাগারের সুপার নবীন কুজুর জানাচ্ছেন, বন্দিদের মূল স্রোতে ফেরানোর ভাবনা থেকেই তাদের ওই উদ্যোগ।

সুপার নবীন কুজুর এর আগে একসময় শিলিগুড়ি বিশেষ সংশোধনাগারে সুপার ছিলেন। শিলিগুড়ি থেকে পদোন্নতি নিয়ে দক্ষিনবঙ্গের একটি কেন্দ্রীয় সংশোধনাগারে চলে যান। সেখান থেকে আবার তিনি এসেছেন উত্তরবঙ্গের বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে। সর্বত্রই তিনি ক্রীড়া ও সংস্কৃতির প্রসারে প্রয়াস নিচ্ছেন সংশোধনাগারের ভিতরে। তাঁর কথায়, বন্দি জীবনে থাকার সময় একজন বন্দির মানসিক অবস্থার অনেক উন্নতি ঘটায় ক্রীড়া ও সংস্কৃতি। তাঁরা নিজেদের তখন বিচ্ছিন্ন মনে করে না। বা তাদের
মনের অনেক অবসাদ কেটে যায়। তারা তখন ভালো, আরও ভালো হওয়ার জন্য মনের মধ্যে একটা ইচ্ছা তৈরি করে। বন্দিদের মধ্যে তাঁরা এমন পরিবেশ তৈরি করছেন যে তাঁরা যেন কৃতকর্মের জন্য নিজের ভিতরে অনুশোচনা তৈরি করে আর সেই অনুশোচনা থেকে তাঁরা শপথ নেয় সংশোধনাগার থেক বাইরে বের হলে আর কখনোই অসৎ বা অন্যায় কাজ নয়। ভালো, শুধু ভালো। ইতিবাচক আর ইতিবাচক।