
নিজস্ব প্রতিবেদন ঃ আপনার বাড়ির গেট কিন্তু কোনোভাবে অবহেলা পড়ে থাকলে সাবধান। বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডারও সাবধানে রাখুন।নাহলে কিন্তু চোরের হাতে গিয়ে পড়তে পারে সেই সিলিন্ডার। শিলিগুড়ি দেশবন্ধু পাড়ার বিশিষ্ট সমাজসেবী ও পরিবেশবিদ দীপজ্যোতি চক্রবর্তীর বাড়িতে অন্তত এমনই এক চোর গ্যাস সিলিন্ডার চুরি করে পালিয়েছে। টোটো নিয়ে গ্যাস সিলিন্ডার চুরি করতে এসেছিল সেই দুষ্কৃতি। সবটাই ধরা পড়েছে দীপজ্যোতিবাবুর বাড়ির সিসি ক্যামেরায়। যদিও টোটোটি দূরে থাকায় টোটোর নম্বর প্লেটের ছবি অস্পষ্ট এসেছে। পুলিশ তদন্ত শুরু করেছে। দীপজ্যোতিবাবু শহরে একজন সজ্জন ও বিশিষ্ট ব্যক্তি হিসাবে পরিচিত। তাঁর স্ত্রী শ্রাবনী চক্রবর্তী একজন বিখ্যাত নৃত্য শিল্পী। সমাজসেবী হিসাবেও ভালোই সুনাম রয়েছে শ্রাবনীদেবীর।এই চক্রবর্তী বাড়িতে দুষ্কৃতি হানা এলাকায় চাঞ্চল্য তৈরি করেছে।সিসি ফুটেজ বলছে, সন্ধ্যা বেলা গ্যাস সিলিন্ডার চুরি করার আগে সেই টোটো চালক সিলিন্ডারটির অবস্থান আগে দেখে গিয়েছেন।
