কলকাতা সহ গ্রামাঞ্চলের রুটে সরকারি বাস পরিষেবা সচল রাখার দাবি

নিজস্ব প্রতিবেদন ঃ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ইসলামপুর ডিপো থেকে একাধিক রুটে বাস চলাচল বন্ধ হয়ে আছে। ইসলামপুর-কলকাতা রুটের বাসটি দীর্ঘদিন ধরেই বন্ধ। পাশাপাশি চোপড়া ব্লকের দাসপাড়া ও গোয়াবাড়ি রুটের দু’টি বাসও বন্ধ। স্থানীয় বাসিন্দারা কলকাতা সহ গ্রামাঞ্চলের রুটে সরকারি বাস পরিষেবা সচল রাখার দাবি জানিয়েছেন।
এনবিএসটিসি’র ইসলামপুর ডিপো কোষাধ্যক্ষ তুহিন চৌধুরী বলেন, ইসলামপুর-কলকাতা রুটে বাস চালিয়ে লাভ হচ্ছিল না। চোপড়া ব্লকের দু’টি রুটে বাস বন্ধ আছে। লাভ না হওয়ার কারণে বন্ধ রাখা হয়েছে।
সংস্থা সূত্রে জানা গিয়েছে,প্রায় দুই বছর ধরে ইসলামপুর-কলকাতা রুটের বাস বন্ধ আছে। চোপড়া ব্লকের দাসপাড়া ও গোয়াবাড়ি রুটে দু’টি বাস চলত। সেগুলিও বন্ধ হয়ে আছে।