
নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি দেশবন্ধুপাড়ায় অবস্থিত ঐতিহ্যমন্ডিত সাংস্কৃতিক সংস্থা “আর্য সমিতির” এবছর হীরক জয়ন্তী বর্ষ।৭৫ বছর পূর্তির এই সময়কে স্মরণীয় করে রাখতে সারা বছর ধরেই নানান কর্মসূচি গ্রহণ করেছে আর্য সমিতির কমিটি। কিছুদিন আগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বর্ষ ব্যাপী উৎসবের সূচনা হয়েছিল।হীরকজয়ন্তী উদযাপনের অঙ্গ হিসাবে ২৯,৩০ এপ্রিল এবং ১লা মে শিলিগুড়ি ক্যুইজ ক্লাবের সহযোগিতায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে বড়ো মাপের ক্যুইজের এর আসর বসতে চলেছে আর্য সমিতির হল ঘরে।বৃহস্পতিবার দেশবন্ধু পাড়ায় আর্য সমিতির হল ঘরে এক সাংবাদিক সন্মেলনে সংস্থার প্রধান পৃষ্ঠপোষক গৌতম দেব ,শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার, চার নম্বর বরো চেয়ারম্যান জয়ন্ত সাহা, ২৭ নম্বর ওর্য়াডের কাউন্সিলর প্রশান্ত চক্রবর্তী, আর্য সমিতির সম্পাদক রানা দে সরকার প্রমুখ আর্য সমিতির হীরক জয়ন্তী উদযাপনের বিস্তারিত দিক মেলে ধরেন।সেই সাংবাদিক সন্মেলনে গৌতমবাবু জানান, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশ নেবেন এই ক্যুইজ প্রতিযোগিতায়।বিভিন্ন বিভাগে নানান বিষয়ের ওপর সমাজে ঘটে যাওয়া ঘটনার ওপর প্রশ্ন তুলে ধরবেন বিশেষজ্ঞ ক্যুইজ মাষ্টার।গোটা বাংলার ছাত্রছাত্রীদের নিয়ে এধরণের ক্যুইজের আয়োজন আর্য সমিতির ইতিহাসেতো বটেই, শিলিগুড়ির ইতিহাসেও নজির হয়ে থাকবে।”হীরক জয়ন্তী”কে সামনে রেখে সারা বছর ধরেই এরকম আরও বিভিন্ন অনুষ্ঠান চলতে থাকবে।বৃহস্পতিবারের ওই সাংবাদিক সন্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুই ক্যুইজ মাষ্টার অনুপ বিশ্বাস ও কর্ণজীৎ সেনশর্মা। গোটা বাংলার ছাত্রছাত্রীদের নিয়ে এই ক্যুইজ প্রতিযোগিতা সফল করে তুলতে এখন পুরোদমে প্রস্তুতি চলছে। ছাত্রছাত্রীদের মধ্যে এই ধরনের ক্যুইজ প্রতিযোগিতার আসর তাদের জ্ঞানভান্ডার সমৃদ্ধ করার খিদে আরও বাড়িয়ে তুলবে বলেই উদ্যোক্তাদের অভিমত।

আরও বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—