বন্দে ভারতে পাথর ছোঁড়ার ঘটনা এড়াতে এবার সচেতনতা শিবির, সহযোগিতার আশ্বাস তৃনমুল বিধায়কেরও

নিজস্ব প্রতিবেদন ঃ  এনজেপি থেকে গুয়াহাটি পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস শুরু হতে চলেছে। সেই ট্রেনের যাত্রা পথে যাতে কেও যাতে পাথর না ছোঁড়ে তারজন্য খোদ রেলের তরফে সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। আর সেই সচেতনতা অনুষ্ঠানে উপস্থিত হয়ে খোদ তৃনমুল বিধায়কও সকলের প্রতি ট্রেনে পাথর না ছোঁড়ার আবেদন জানালেন। রেলের ওই ইতিবাচক প্রয়াসের সঙ্গে খোদ তৃনমুল বিধায়কের ইতিবাচক ভাবনা অনেকের মন কেড়ে নিয়েছে।
প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি ২৯শে মে ভার্চুয়ালে এনজেপি ও গুয়াহাটির মধ্যেকার এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রকৃতপক্ষে
বাংলায় এটি তৃতীয় বন্দে ভারতের যাত্রার শুভ সূচনা হতে চলেছে।
ওই ট্রেনের যাত্রা পথে পাথর ছোড়ার ঘটনা এড়াতে অনুষ্ঠিত হলো বিশেষ সচেতনতা শিবির। আর জলপাই জেলার মাটি দিয়ে নিরাপদেই ছুটবে এই ট্রেন,ইতিবাচক আশ্বাস দিলেন খোদ তৃনমূল বিধায়ক খগেশ্বর রায়।
যাত্রাপথে এই অত্যাধুনিক ট্রেনটিকে পার করে যেতে হবে বেলাকোবা, জলপাইগুড়ি রোড সহ বিভিন্ন স্টেশন। অতীতের কিছু খারাপ অভিজ্ঞতার থেকে পাঠ নিয়ে শনিবার রেলের কাঠিহার ডিভিশনের উদ্যোগে এবং জলপাইগুড়ি রেল পুলিশের ব্যাবস্থাপনায় এক সচেতনতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় যাতে মূলত বেলাকোবা অঞ্চল দিয়ে যাবার সময় ট্রেনটিতে পাথর ছোড়ার মতো ঘটনা না ঘটে। সেই বিষয়ে সাধারন মানুষকে অনুষ্ঠানের মাধ্যমে সচেতন করেন রেল পুলিশের উচ্চ্ পদস্থ আধিকারিক সহ রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃনমূল বিধায়ক খগেস্বর রায়। ২৯ শে মে সকালে ভার্চুয়ালি এই ট্রেন যাত্রার শুভ সূচনা করবেন প্রধানমন্ত্রী। এদিন
সচেতনতা শিবির শেষে তৃনমুল বিধায়ক খগেস্বর রায় বলেন,
আমি ছোটো থেকে বড় হয়েছি এই অঞ্চলে, এই পথ দিয়ে নির্বিঘ্নেই ছুটবে বন্দে ভারত ট্রেন।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —